Video Description
Download or stream here:
https://bir.fanlink.to/utshorgoremixউৎসর্গ - Utshorgo-ByTasnif Bangla Lofi Remix By Ahmed Shakib
Song - Utshorgo
Artist - Tasnif Jaman
Lofi Remix : Ahmed Shakib
Ahmed Shakib Social Link :
Facebook :
https://www.facebook.com/vin.jay.3998...Instagram :
https://www.instagram.com/skib_75/[ Lyrics ]
আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙ্গে
তাকে কৃতজ্ঞতা জানাই,
সে দিয়েছে আমার অন্ধ চোখে আলো।
যার বিশালতার মাঝে আমি একটুকু পাই নি ঠাঁই
তাকে কৃতজ্ঞতা জানাই,
সে যে দিয়েছে আমায় মহাশূন্যে আশ্রয়।
আমার সব অপূর্ণতাই যেন হয়
আমার শূন্য পথের প্রতি শ্রেয়তম আশীর্বাদ।
যখন স্বর্গদ্বারে একা দাঁড়াবো তার অপেক্ষায়
যেন আমার অভ্যর্থনা তাকে করে, অনুতপ্ত,
জানি, তখনও সে আমার হবে না তবুও
এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিতৃপ্ত।
আজ কোনো অনুভূতির
গভীরে যেতে চাই না আর কখনো,
যেখানে নিঃশব্দ কান্নায় স্বরচিত হয় একান্ত শোক।
যা কিছু তার নির্দয় স্পর্শে দিয়েছে সৃষ্টি
নিভৃতে আমার প্রশান্ত কল্পনার ঘর, আর,
যন্ত্রণার শিবিরে যে অবাদ্ধ কান্না দেয় এক
নির্ভুল সুরের জন্ম।
তাকে আমার কাব্যে মেশাই
যেন হয় এক বিশুদ্ধ গান,
আমার এই গানই আজ উৎসর্গ হোক
তার প্রতি আমার তীব্র ঘৃণা।
তবু স্বর্গদ্বারে একা থাকব তার অপেক্ষায়
যেন আমার অভ্যর্থনা তাকে করে অবনত,
জানি তখনও কিছুই আমার হবে না তবুও
এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিপূর্ণ।
#Utshorgo_lofi_remix
#Tasnif
#Utshorgo
##bangla_lofi
#ahmed_shakib
#bangla_band
#bangla_new_lofi_song