আমি গত ৩ মাস ধরে (ফেব্রুয়ারি-মে ২০২২) শ্রীলঙ্কায় ছিলাম সেখানকার এই অর্থনৈতিক পতনের মাঝে, একজন পর্যটক হিসাবে এবং শ্রীলঙ্কার রাজনৈতিক সংকট আমার চোখের সামনে একে একে ঘটতে দেখেছি। কারণ সারা দেশের নাগরিক তখন সরকারের অব্যবস্থাপনার প্রতিবাদে রাস্তায় নেমেছে প্রেসিডেন্ট "গোটাবায়া রাজাপাকসের" পদত্যাগ দাবি করতে। এই সময়ের মধ্যে আমার কি অভিজ্ঞতা হয়েছে, কেন আমি মনে করি নিরাপত্তা সম্পর্কে (পর্যটকদের জন্য) নির্দিষ্ট মিডিয়া আউটলেটগুলো যা বলে, আসল ঘটনা ঠিক তা নয় এবং এই মুহুর্তে শ্রীলঙ্কা ঘুরতে আসা কেন কঠিন হতে পারে তার কারণগুলো সংক্ষেপে এখানে দিচ্ছি।